বাংলা উচ্চারণের নিয়ম ও উচ্চারণ ভান্ডার
আদ্য 'অ' উচ্চারণের ৫টি নিয়ম
১। আদ্য 'অ' এর পর 'ই' কার বা 'ঈ' কার থাকলে উক্ত 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
২। আদ্য 'অ' এর পরে 'য' ফলা যুক্ত বর্ণ থাকলে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৩। আদ্য 'অ' এর পর 'ক্ষ' থাকলে 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও' এর মত হয়।
৪। 'ও' কারান্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৫। আদ্য 'অ' যদি না বোধক হয় তবে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
মধ্য 'অ' উচ্চারণের ৫টি নিয়ম
১। তিন বর্ণ বিশিষ্ট শব্দের মাঝের 'অ' এর আগে যদি অ, আ, এ এবং অ থাকে, তবে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
২। মধ্য 'অ' এর আগে ই, ঈ, উ, ঊ, ঋ কার থাকলে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৩। শব্দের মধ্যে 'ক্ষ' যুক্ত 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৪। কিছু কিছু শব্দে পৃথকভাবে হসন্ত উচ্চারিত হলেও সমাসবদ্ধ হওয়ার ফলে মাজখানে 'ও' উচ্চারিত হয়।
৫। তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যুক্ত বর্ণসহ 'আ' কার থাকলে মাঝখানের 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
অন্ত 'অ' উচ্চারণের ৫টি নিয়ম
১। বংলা ভাষায় ব্যবহৃত বেশ কিছু দ্বিরুক্ত শব্দের অন্ত 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
২। ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৩। 'ত' এবং 'ইত' প্রত্যয়যোগে গঠিত শব্দের শেষে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৪। বিশেষ্য শব্দের শেষে 'হ' থাকলে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৫। 'তর' ও 'তম' প্রত্যয়যোগে গঠিত শব্দের শেষে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
'অ' ধ্বনির ৫টি বিবৃত বা স্বাভাবিক নিয়ম
১। শব্দের আদিতে না বোধক শব্দে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
২। 'আ' কারান্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৩। শব্দের আদিতে 'স' সহিত অর্থে ব্যবহৃত হলে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৪। 'ও' কারান্ত একাক্ষর শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৫। 'অ' এর পরে 'ঙ' কিংবা ' ং ' থাকলে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
'অ' ধ্বনির ৫টি সংবৃত নিয়ম
১। 'য' ফলা যুক্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ সংবৃত অর্থাৎ 'ও' এর মত হয়।
২। ই/ঈ, উ/ঊ কারের আদিতে 'অ' এর উচ্চারণ সংবৃত হয়।
৩। 'ক্ষ' যুক্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ সংবৃত হয়।
৪। তিন বর্ণ বিশিষ্ট শব্দের মাঝের 'অ' সংবৃত হয়।
৫। 'র' ফলা যুক্ত বর্ণে 'ও' উচ্চারিত হয়।
'এ' ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম
১। শব্দের শুরুতে 'এ' কার এবং তারপরে ই, ঈ, উ, ঊ, এ, ও কার থাকলে 'এ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
২। শব্দের শুরুতে 'এ' কারের পর যদি ং/ঙ থাকে এবং তারপরে ই, ঈ, উ, ঊ ছাড়া অন্য ধ্বনি থাকলে 'এ' এর উচ্চারণ 'অ্যা' এর মত হয়।
৩। 'এ' কার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে 'আ' যুক্ত হলে সাধারণত সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' এর মত হয়।
৪। মূলে 'ই' কার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে 'আ লার যুক্ত হলে তার উচ্চারণ স্বাভাবিক থাকবে।
৫। একাক্ষর সর্বনাম পদের 'এ' কার সাধারণত অবিকৃত অর্থাৎ স্বাভাবিকভাবে উচ্চারিত হয়।
দেখে নাও উচ্চারণ !
| প্রদত্ত শব্দ | উচ্চারণ | প্রদত্ত শব্দ | উচ্চারণ |
|---|---|---|---|
| অংশ | অঙ্শো | অঞ্চল | অন্চোল্ |
| অকথ্য | অকোত্থো | অঞ্জলি | অন্জোলি |
| অকপট | অকপোট্ | অণু | ওনু |
| অকুন্ঠ | অকুন্ঠো | অতঃপর | অতোপ্পর্ |
| অক্ষ | ওক্খো | অতএব | অতোএব্ |
| অক্ষত | অক্খতো | অতীব | ওতিবো |
| অগ্রজ | অগ্গ্রোজো | অত্যধিক | ওত্তোধিক্ |
| অগ্রাহ্য | অগ্রাজ্ঝো | অত্যাচার | ওত্তাচার্ |
| অঙ্কুর | ওঙ্কুর্ | অত্যাশ্চর্য | ওত্তাশ্চর্জো |
| অঞ্চল | অন্চোল্ | অদক্ষ | অদোক্খো |
| অজ্ঞান | অগ্গ্যাঁন্ | অদ্য | ওদ্দো |
| অধিকতর | ওধিকোতরো | অধ্যক্ষ | ওদ্ধোক্খো |
| অধ্যাবসায় | ওদ্ধাবশায়্ | অধ্যাত্ম | ওদ্ধাত্তোঁ |
| অনস্বীকার্য | অনোশ্শিকার্জো | অনুপ্রেরণা | অনুপ্প্রেরোনা |
| অনৈক্য | অনোইক্কো | অপরাহ্ণ | অপোরান্হো |
| অভিজ্ঞ | ওভিগ্গোঁ | অভ্যুত্থান | ওব্ভুত্থান্ |
| অভিজাত | ওভিজাতো | অসীম | অশিম |
| অশ্রুসজল | অস্স্রুসজল্ | অসত্য | অশোত্তো |
| আজ্ঞাবহ | আগ্গাঁবহো | আত্মীয় | আত্তীয়ো |
| আবৃত্তি | আবৃত্তি | আশ্চর্য | আশ্চোর্জো |
| আহ্লাদ | আল্হাদ্ | আহবান | আওভান্ |
| ইত্যাদি | ইত্তাদি | ইহলৌকিক | ইহোলোউকিক্ |
| ঈশ্বর | ঈশ্শর্ | উগ্রতা | উগ্গ্রোতা |
| উত্থান | উত্থান্ | উদাহরণ | উদাহরোন্ |
| উদ্বাস্তু | উদ্বাস্তু | উদ্বুদ্ধ | উদ্বুদ্ধো |
| উদ্বেগ | উদ্বেগ্ | উদ্যোগ | উদ্দোগ/উদ্জোগ্ |
| উন্মাদ | উন্মাদ্ | উল্লেখ্য | উল্লেক্খো |
| উষ্ণ | উশনো | উহ্য | উজ্ঝো |
| ঋগ্বেদ | রিগ্বেদ্ | ঋজু | রিজু |
| এক | অ্যাক্ | একা | অ্যাকা |
| একাডেমি | অ্যাকাডেমি | এখন | অ্যাখোন্ |
| এতদ্ব্যতীত | এতোদ্বেতিতো | ঐকমত্য | ওইকোমোত্তো |
| ঐক্য | ওইক্কো | ঐশ্বর্য | ওইশ্শোর্জো |
| ওতপ্রোত | ওতোপ্প্রোতো | ঔদ্ধত্য | ওউদ্ধোত্তো |
| ঔপন্যাসিক | ওউপোন্নাশিক্ | ঔষধ | ওউশধ্ |
| কনিষ্ঠ | কোনিশ্ঠো | কর্তব্য | কর্তোব্বো |
| কর্তৃপক্ষ | কোর্তৃপোক্খো | কালক্রমে | কালোক্ক্রোমে |
| ক্রমবর্ধমান | ক্রোমোবর্ধোমান্ | ক্ষয়িষ্ণু | খোয়িশ্নূ |
| ক্ষুদ্রতর | খুদ্দ্রোতরো | খাদ্য | খাদ্দো |
| গণিত | গোনিত্ | গণিতজ্ঞ | গোনিতগ্গোঁ |
| গণ্যমান্য | গোন্নোমান্নো | গদ্য | গোদ্দো |
| গলাধঃকরণ | গলাধোক্করোন্ | গুরুগৃহ | গুরুগৃহো |
| গ্রাহ্য | গ্রাজ্ঝো | গ্রীষ্মকাল | গ্রিশ্শোঁকাল্ |
| ঘোষধ্বনি | ঘোশোদ্ধনি | চক্রবর্তী | চক্ক্রোবোর্তি |
| চঞ্চু | চোন্চু | চট্টোপাধ্যায় | চট্টোপাদ্ধায়্ |
| চর্যাপদ | চোর্জাপদ্ | চলচ্চিত্র | চলোচ্চিত্ত্রো |
| চলন্ত | চলোন্তো | চিহ্ন | চিন্হো |
| ছাত্রজীবন | ছাত্ত্রোজিবোন্ | জলপ্রপাত | জলোপ্প্রোপাত্ |
| জ্ঞান | গ্যাঁন্ | জ্ঞানচক্ষু | গ্যাঁনোচোক্খু |
| জ্ঞাত | গ্যাঁতো | ডুবন্ত | ডুবন্তো |
| ঢেপসা | ঢ্যাপ্শা | তত্ত্বাবধায়ক | তত্তাবধায়োক্ |
| তথ্য-মন্ত্রী | তোত্থোমোন্ত্রি | তরুণী | তোরুনি |
| তটিনী | তোটিনি | তরুণ | তোরুন্ |
| তালব্য | তালোব্বো | তেজস্ক্রীয় | তেজোশ্ক্রিয়ো |
| তোজস্বিনী | তেজোশ্শিনি | তৈলচিত্র | তৈলোচিত্ত্রো |
| তৈলচিত্র | তৈলোচিত্ত্রো | থতমত | থতোমতো |
No comments:
Post a Comment