বাংলা ২য় পত্র

বাংলা উচ্চারণের নিয়ম ও উচ্চারণ ভান্ডার

১। আদ্য 'অ' এর পর 'ই' কার বা 'ঈ' কার থাকলে উক্ত 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
২। আদ্য 'অ' এর পরে 'য' ফলা যুক্ত বর্ণ থাকলে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৩। আদ্য 'অ' এর পর 'ক্ষ' থাকলে 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও' এর মত হয়।
৪। 'ও' কারান্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৫। আদ্য 'অ' যদি না বোধক হয় তবে  'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।

১। তিন বর্ণ বিশিষ্ট শব্দের মাঝের 'অ' এর আগে যদি  অ, আ, এ এবং অ থাকে, তবে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
২। মধ্য 'অ' এর আগে ই, ঈ, উ, ঊ, ঋ কার থাকলে 'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৩। শব্দের মধ্যে 'ক্ষ' যুক্ত  'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৪। কিছু কিছু শব্দে পৃথকভাবে হসন্ত উচ্চারিত হলেও সমাসবদ্ধ হওয়ার ফলে মাজখানে 'ও' উচ্চারিত হয়।
৫। তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যুক্ত বর্ণসহ 'আ' কার থাকলে মাঝখানের  'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।


১। বংলা ভাষায় ব্যবহৃত বেশ কিছু দ্বিরুক্ত শব্দের অন্ত  'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
২। ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে  'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৩। 'ত' এবং 'ইত' প্রত্যয়যোগে গঠিত শব্দের শেষে  'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৪। বিশেষ্য শব্দের শেষে 'হ' থাকলে  'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।
৫। 'তর' ও 'তম' প্রত্যয়যোগে গঠিত শব্দের শেষে  'অ' এর উচ্চারণ 'ও' এর মত হয়।  

১। শব্দের  আদিতে না বোধক শব্দে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
২। 'আ' কারান্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৩। শব্দের আদিতে 'স' সহিত অর্থে ব্যবহৃত হলে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৪। 'ও' কারান্ত একাক্ষর শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
৫। 'অ' এর পরে 'ঙ' কিংবা ' ং ' থাকলে  'অ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
১। 'য' ফলা যুক্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ সংবৃত অর্থাৎ 'ও' এর মত হয়।
২। ই/ঈ, উ/ঊ কারের আদিতে 'অ' এর উচ্চারণ সংবৃত হয়।
৩। 'ক্ষ' যুক্ত শব্দের আদিতে 'অ' এর উচ্চারণ সংবৃত হয়।
৪। তিন বর্ণ বিশিষ্ট শব্দের মাঝের 'অ' সংবৃত হয়।
৫। 'র' ফলা যুক্ত বর্ণে 'ও' উচ্চারিত হয়।

১। শব্দের শুরুতে 'এ' কার এবং তারপরে ই, ঈ, উ, ঊ, এ, ও কার থাকলে 'এ' এর উচ্চারণ স্বাভাবিক হয়।
২। শব্দের শুরুতে 'এ' কারের পর যদি ং/ঙ থাকে এবং তারপরে  ই, ঈ, উ, ঊ ছাড়া অন্য ধ্বনি থাকলে 'এ' এর উচ্চারণ 'অ্যা' এর মত হয়।
৩। 'এ' কার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে 'আ' যুক্ত হলে সাধারণত সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' এর মত হয়।
৪। মূলে 'ই' কার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে 'আ লার যুক্ত হলে তার উচ্চারণ স্বাভাবিক থাকবে।
৫। একাক্ষর সর্বনাম পদের 'এ' কার সাধারণত অবিকৃত অর্থাৎ স্বাভাবিকভাবে উচ্চারিত হয়।


দেখে নাও উচ্চারণ !

প্রদত্ত শব্দউচ্চারণপ্রদত্ত শব্দউচ্চারণ
অংশঅঙ্‌শোঅঞ্চলঅন্‌চোল্‌
অকথ্যঅকোত্‌থোঅঞ্জলিঅন্‌জোলি‌
অকপটঅকপোট্‌অণুওনু‌
অকুন্ঠঅকুন্‌ঠোঅতঃপরঅতোপ্‌পর্‌‌
অক্ষওক্‌খোঅতএবঅতোএব্‌
অক্ষতঅক্‌খতোঅতীবওতিবো‌
অগ্রজঅগ্‌গ্রোজোঅত্যধিকওত্‌তোধিক্‌
অগ্রাহ্যঅগ্রাজ্‌ঝোঅত্যাচারওত্‌তাচার্‌‌
অঙ্কুরওঙ্‌কুর্‌অত্যাশ্চর্যওত্‌তাশ্‌চর্‌জো
অঞ্চলঅন্‌চোল্‌অদক্ষঅদোক্‌খো
অজ্ঞানঅগ্‌গ্যাঁন্‌অদ্যওদ্‌দো
অধিকতরওধিকোতরোঅধ্যক্ষওদ্‌ধোক্‌খো
অধ্যাবসায়ওদ্‌ধাবশায়্‌অধ্যাত্মওদ্‌ধাত্‌তোঁ
অনস্বীকার্যঅনোশ্‌শিকার্‌জো‌অনুপ্রেরণাঅনুপ্‌প্রেরোনা
অনৈক্যঅনোইক্‌কোঅপরাহ্ণঅপোরান্‌হো
অভিজ্ঞওভিগ্‌গোঁঅভ্যুত্থানওব্‌ভুত্‌থান্‌
অভিজাতওভিজাতোঅসীমঅশিম
অশ্রুসজলঅস্‌স্রুসজল্‌অসত্যঅশোত্‌তো
আজ্ঞাবহআগ্‌গাঁবহোআত্মীয়আত্‌তীয়ো
আবৃত্তিআবৃত্‌তি‌আশ্চর্যআশ্‌চোর্‌জো
আহ্লাদআল্‌হাদ্‌আহবানআওভান্‌
ইত্যাদিইত্‌তাদিইহলৌকিকইহোলোউকিক্‌
ঈশ্বরঈশ্‌শর্‌উগ্রতাউগ্‌গ্রোতা
উত্থানউত্‌থান্‌উদাহরণউদাহরোন্‌
উদ্বাস্তুউদ্‌বাস্‌তুউদ্বুদ্ধউদ্‌বুদ্‌ধো
উদ্বেগউদ্‌বেগ্‌‌উদ্যোগউদ্‌দোগ/উদ্‌জোগ্‌‌
উন্মাদউন্‌মাদ্‌উল্লেখ্যউল্‌লেক্‌খো
উষ্ণউশনোউহ্যউজ্‌ঝো
ঋগ্বেদরিগ্‌বেদ্‌ঋজুরিজু
একঅ্যাক্‌একাঅ্যাকা
একাডেমিঅ্যাকাডেমিএখনঅ্যাখোন্‌
এতদ্ব্যতীতএতোদ্‌বেতিতোঐকমত্যওইকোমোত্‌তো
ঐক্যওইক্‌কোঐশ্বর্যওইশ্‌শোর্‌জো
ওতপ্রোতওতোপ্‌প্রোতোঔদ্ধত্যওউদ্‌ধোত্‌তো
ঔপন্যাসিকওউপোন্‌নাশিক্‌ঔষধওউশধ্‌
কনিষ্ঠকোনিশ্‌ঠোকর্তব্যকর্‌তোব্‌বো
কর্তৃপক্ষকোর্‌তৃপোক্‌খো‌কালক্রমেকালোক্‌ক্রোমে
ক্রমবর্ধমানক্রোমোবর্‌ধোমান্‌ক্ষয়িষ্ণুখোয়িশ্‌নূ
ক্ষুদ্রতরখুদ্‌দ্রোতরোখাদ্যখাদ্‌দো
গণিতগোনিত্‌গণিতজ্ঞগোনিতগ্‌গোঁ
গণ্যমান্যগোন্‌নোমান্‌নোগদ্যগোদ্‌দো
গলাধঃকরণগলাধোক্‌করোন্‌‌গুরুগৃহগুরুগৃহো
গ্রাহ্যগ্রাজ্‌ঝোগ্রীষ্মকালগ্রিশ্‌শোঁকাল্‌
ঘোষধ্বনিঘোশোদ্‌ধনি‌‌চক্রবর্তীচক্‌ক্রোবোর্‌তি
চঞ্চুচোন্‌চুচট্টোপাধ্যায়চট্‌টোপাদ্‌ধায়্‌‌
চর্যাপদচোর্‌জাপদ্‌চলচ্চিত্রচলোচ্‌চিত্‌ত্রো
চলন্তচলোন্‌তোচিহ্নচিন্‌হো
ছাত্রজীবনছাত্‌ত্রোজিবোন্‌জলপ্রপাতজলোপ্‌প্রোপাত্‌
জ্ঞানগ্যাঁন্‌জ্ঞানচক্ষুগ্যাঁনোচোক্‌খু
জ্ঞাতগ্যাঁতো‌ডুবন্তডুবন্‌তো‌
ঢেপসাঢ্যাপ্‌শাতত্ত্বাবধায়কতত্‌তাবধায়োক্‌
তথ্য-মন্ত্রীতোত্‌থোমোন্‌ত্রি‌তরুণীতোরুনি‌‌
তটিনীতোটিনিতরুণতোরুন্‌
তালব্যতালোব্‌বোতেজস্ক্রীয়তেজোশ্‌ক্রিয়ো
তোজস্বিনীতেজোশ্‌শিনিতৈলচিত্রতৈলোচিত্‌ত্রো
তৈলচিত্রতৈলোচিত্‌ত্রোথতমতথতোমতো

No comments:

Post a Comment